অক্টোবর মাসের ১৮ থেকে ২৫ (২০২২) তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি সুপার-সাইক্লোন সৃষ্টির সম্ভাবনার কথা নির্দেশ করতেছে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বা সংক্ষেপে জিএফএস। 


সম্ভব্য এই ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হবে ১৭ ই অক্টোবর যা ১৮ ই অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথা নির্দেশ করতেছে। ৩ দিন পূর্বের পূর্বাভাসে নির্দেশ করিতেছিল যে সম্ভব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলের উপর দিয়ে স্থল ভাগে প্রবেশ করতে পারে। আজ ৯ ই অক্টোবরের পূর্বাভাসে নির্দেশ করতেছে যে সম্ভব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের উপর দিয়ে স্থল ভাগে প্রবেশ করতে পারে। ফলে আশংকা করা যাচ্ছে যে সম্ভব্য এই ঘূর্ণিঝড়টি স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলের মাঝামাঝি যে কোন একটি সহানে। সর্বশেষ পূর্বাভাষ অনুসারে সম্ভব্য এই ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনের শক্তি অর্জন করতে পরে। অর্থাৎ, বাতাসের গতিবেগ ঘূর্ণিঝড় সিডর কিংবা আম্পানের মতো হতে পারে (ঘণ্টায় ২২০ কিলোমিটার থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত)। অক্টোবর মাসের ২৫ তারিখ আমাবস্যা। ফলে সম্ভব্য এই ঘূর্ণিঝড়টি যদি অক্টোবর মাসের ২২ থেকে ২৫ তারিখের মধ্যে স্থল ভাগে আঘাত করে তবে যে স্থানে আঘাত করবে সেই স্থানের উপকূলীয় এলাকা লন্ড-ভণ্ড করে দিয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।  যেহেতু আমেরিকা ছাড়া অন্য কোন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ১০ দিনের বেশি পূর্বের আবহাওয়া পূর্বাভাস দেয় না তাই আরও ৩ দিন অপেক্ষা করতে হবে অন্যান্য দেশের আবহাওয়া পূর্বাভাস মডেলের পূর্বাভাস এর সাথে যাচাই করার জন্য।

Post a Comment

Previous Post Next Post