ছাপানো অক্ষর হাতের লেখা শনাক্ত করার সফটওয়্যার হলো ওসিআর।




এর মাধ্যমে যেকোনো অপরিবর্তনযোগ্য ফরম্যাটে (পিডিএফ, জেপেগ) থাকা বর্ণমালাকে কম্পিউটার শনাক্ত করতে পারে এবং দ্রুত তা সার্চেবল টেক্সটে রূপান্তর করে দিতে পারে। এই কম্পোনেন্টের মাধ্যমে কম্পিউটার কম্পোজ, টাইপরাইটারে এবং লেটারপ্রেসে ছাপা বাংলা ডকুমেন্টকে স্ক্যান করে সার্চেবল ক্যারেকটারে রূপান্তর করা যাবে। এই কম্পোনেন্ট বাংলা হাতের লেখা শনাক্ত করে তা টেক্সটে রূপান্তর করে দিতে পারবে |

1 Comments

Post a Comment

Previous Post Next Post