দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে সংগৃহীত

তারিখ:  ১৫ অক্টোবর ২০২২

সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কিত কিছু তথ্য: 

1. বিশ্ব ক্ষুধা সূচক ২০২২-এ ১২১টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান—৮৪তম। 

2. বিশ্ব ক্ষুধা সূচকে ২০২২–এ সর্বনিম্ন দেশ—ইয়েমেন (১০৭তম)।

3. আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’–এর পরিচালক—নুহাশ হুমায়ুন।

4. বর্তমানে দেশে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং নিরাপদ পানি উৎসের আওতায় এসেছে—৯৯ শতাংশ মানুষ।

5. দেশের প্রথম পানি শোধনাগার—চাঁদনীঘাট, ঢাকা (১৮৭৪  সালে)।

6. দেশের বৃহত্তর পানি শোধনাগার—সায়েদাবাদ, ঢাকা (২০০২)।

7. দেশে ইউনিয়ন আছে—৪ হাজার ৫৫৪টি।

8. বিশ্ব হাত ধোয়া দিবস—১৫ অক্টোবর। 

9. বিশ্ব হাত ধোয়া দিবস—১৫ অক্টোবর (প্রতিপাদ্য: হাতের পরিচ্ছন্নতায় এসো সবাই এক হই)।

10. বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস—১৫ অক্টোবর।

11. বিশ্ব সাদাছড়ি দিবস ২০২২–এর প্রতিপাদ্য—দৃষ্টি জয়ে ব্যবহার করি প্রযুক্তি নির্ভর সাদাছড়ি।

12. ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেন পুনরুদ্ধার করেছে—৬০০ এলাকা। 

13. রাশিয়া সম্প্রতি রুশ ফেডারেশনে যুক্ত করে ইউক্রেনের—৯০ হাজার বর্গকিমি জায়গা।

14. রাশিয়ার বর্তমান সরকারকে সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রস্তাব পাস করেছে—ইউরোপীয় কাউন্সিলের পার্লামেন্ট।

15. ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে চালানো গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে একটি প্রস্তাব আনা হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের—নিম্নকক্ষে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস)।

16. আইএনএস অরিহস্ত সাবমেরিন—ভারতের।

17. সম্প্রতি ভারত বঙ্গোপোসাগরে আইএনএস অরিহস্ত নামের সাবমেরিন পরীক্ষা চালায়—১৪ অক্টোবর ২০২২।

18. বিপণনের জনক—ফিলিপ কটলার (যুক্তরাষ্ট্র)।

19. যুক্তরাজ্যের ছায়া অর্থমন্ত্রী—র‍্যাচেল রিভস। 

20. জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেক(ECNEC)।

21. ECNEC—Executive Committee of the National Economic Council.

22. একনেক প্রতিষ্ঠিত হয়—১৯৮২ সালে।

23. আরকান আর্মি—মিয়ানমারে স্বাধীনতাকামী সশস্ত্রবাহিনী।

24. সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে—ওজোন স্তর।



Post a Comment

Previous Post Next Post