দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে সংগৃহীত
(১৪ অক্টোবর ২০২২)
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কিত কিছু তথ্য:
১. বিশ্ব মান দিবস—১৪ অক্টোবর।
২. বাংলাদেশে বর্তমানে সাদা বাঘের সংখ্যা—৭টি।
৩. অবৈধভাবে ইউক্রেনের চারটি অঞ্চল রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তির নিন্দা প্রস্তাবে রাশিয়ার বিপক্ষে ভোট দিল—বাংলাদেশসহ ১৪৩টি দেশ।
৪. তিস্তা নদীর প্রস্তাবিত মহাপরিকল্পনা প্রকল্পে যুক্ত হতে আগ্রহী—চীন।
৫. চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস অনুষ্ঠিত হবে—তিয়েন আনমেন স্কয়ারে (১৬ অক্টোবর ২০২২)।
৬. যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে—৮ নভেম্বর ২০২২।
৭. যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার—৮ দশমিক ২ শতাংশ।
৮. সম্প্রতি প্রকাশিত IMF–এর ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুক প্রতিবেদন ২০২২ অনুযায়ী ২০২১ সালে বৈশ্বিক মুদ্রাস্ফীতি ছিল—৪ দশমিক ৭ শতাংশ।
৯. বর্তমানে ই-সেবা কেন্দ্র থেকে যে কোনো ধরনের সেবা পেতে সময় লাগে—২ থেকে ৫ দিন।
১০. শাসনব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে বলে—ই-গভর্ন্যান্স।
১১. EMTS-এর পূর্ণরূপ—Electronic Money Transfer Machine.
১২. বিখ্যাত বই দ্য ইয়ারস এর লেখক—আনি এরনো (২০২২ সালে সাহিত্যে নোবেলজয়ী ফরাসি লেখক)।
১৩. আনি এরিনোর প্রথম প্রকাশিত গ্রন্থ—লা আরমোয়া ভিদে (১৯৭৪ সালে প্রকাশিত)।
১৪. ‘আ ওমেনস স্টোরি’ গল্পের লেখক—আনি এরনো (ফ্রান্স)।
১৫. ‘পিউরা প্যাশন’ গ্রন্থটির লেখিকা—নোবেল বিজয়ী আনি এরিনোর (১৯৯১ সালে ফরাসি ভাষায় প্রকাশিত হয়)।
১৬. বিশ্বের সবচেয়ে বড় বইমেলা অনুষ্ঠিত হয়—ফ্রাংকফ্রুট (জার্মানি)।
১৭. বাংলা একাডেমি পরিচালিত সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার ২০২২ পেলেন—ক্যারোলিন রাইট (মার্কিন লেখক) ও জসীম মল্লিক (কানাডাপ্রবাসী সাহিত্যিক)।
১৮. ১৯০১ সালে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন—সুলি প্রুদোম (ফ্রান্সের কবি)।
১৯. এখন পর্যন্ত সাহিত্যে নোবেল বিজয়ী নারী সাহিত্যক—১৭ জন।
২০. ১৯৭১ সালে নোবেলের জন্য মনোনয়ন পেয়েছিলেন—বাঙালি ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দোপ্যাধ্যায় (কিন্তু তিনি নোবেল পাননি। সে বছর নোবেল পেয়েছিলেন চিলির কবি পাবলো নেরুদা)।
২১. নারী এশিয়া কাপ ক্রিকেট ২০২২ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে—ভারত ও শ্রীলংকার মধ্যে।
২২. নিউরন হলো—এক ধরনের স্নায়ুকোষ।
Post a Comment