PERFECT NUMBER



 

-Perfect number বলতে আমরা কি বুঝি?

 

 একটি সংখ্যা যদি তার proper factor গুলোর যোগফলের সমান হয় তবে সংখ্যাটি Perfect number.

 

কোন সংখ্যার proper factor হলো সংখ্যাটি বাদে তার বাকি উৎপাদক গুলো।

 যেমন, 6 এর উৎপাদক গুলো হলো 1,2,3,6

এবং 1,2,3 হলো 6 এর proper factor.

 

6 কে বলা হয় সবথেকে ছোট  perfect number.

অর্থাৎ 6 = 1 + 2 + 3

এর পরবর্তী perfect number হলো 28. 28 এর উৎপাদকগুলো হলো 1,2,4,7, 14, 28

এর proper factor গুলো হলো 1,2,4,7,14

28= 1 + 2 +4+ 7+ 14

 

1- 10 এর ভিতর perfect number হলো 6

10-100 এর ভিতর perfect number হলো 28

100 - 1000 এর ভিতর perfcet number 496

1000-10000 এর ভিতর perfect number 8128

 

 Perfect number বের করার পদ্ধতি দিয়েছিলেন ইউক্লিড। ইউক্লিড এর  তত্ত্বনুসারে

যদি (2ˣ -1)মৌলিক সংখ্যা হয় তবে

2^(x-1)×( 2ˣ -1) হলো Perfect number.

 

এই পদ্ধতি বলার আগে, Mersenne prime সম্পর্কে জানব।

2ˣ -1 আকার বিশিষ্ট মৌলিক সংখ্যাকে Mersenne prime number বলা হয়।

অর্থাৎ 2 এর ঘাত এর মান থেকে 1 কম কোন সংখ্যা যদি মৌলিক সংখ্যা হয় তবে সংখ্যাটিকে

Mersenne prime  বলা হয়।

x=2 হলে  2^2 -1 =3  হলো mersenne  prime

x=3  হলে 2^3 - 1=7 হলো mersenne prime

x= 5 হলে 2 ^ 5 - 1 =31 হলো mersenne prime.

x এর মৌলিক সংখ্যার জন্যা 2ˣ -1 মৌলিক সংখ্যা হলে সংখ্যাটিকে Mersenne prime বলে।

Mersenne prime নিয়ে ধারনা দিয়েছিলেন

French গণিতবিদ Marin Marsenne.তার নামনুসারে বিশেষ ধরনের মৌলিক সংখ্যাকে Mersenne prime বলে।

( মজার বিষয় হলো - তিনি ছিলেন Musician, Monk ( সন্ন্যাসী),Favourite cartoon ( Mighty mouse), Favourite movie (Mad max) এবং তার আবিষ্কার Mersenne prime.

সবকিছু M ময়.)

 

এখন পর্যন্ত 50  টি perfect number আবিষ্কার হয়েছে এবং সবগুলো জোড় সংখ্যা

বিজোড় perfect number পাওয়া যায় নাই।

6 বাদে বাকি perfect number গুলোর ভিতর একটা pattern দেখা যায়।

28= 1³ + 3³

496 = 1³+3³+5³+7³

8128= 1³+3³+5³+7³+9³+11³+13³+15³

 

নিচে কিছু Perfect number দেওয়া হলো

 

6, 28 , 496, 8128, 33550336, 8589869056,137438691328....

 

2 Comments

Post a Comment

Previous Post Next Post