PERFECT NUMBER
-Perfect
number বলতে আমরা কি বুঝি?
একটি সংখ্যা যদি তার
proper factor গুলোর যোগফলের সমান হয় তবে সংখ্যাটি
Perfect number.
কোন সংখ্যার
proper factor হলো ঐ সংখ্যাটি বাদে তার বাকি উৎপাদক গুলো।
যেমন,
6 এর উৎপাদক গুলো হলো
1,2,3,6
এবং
1,2,3 হলো
6 এর
proper factor.
6
কে বলা হয় সবথেকে ছোট perfect number.
অর্থাৎ
6 = 1 + 2 + 3
এর পরবর্তী
perfect number হলো 28. 28 এর উৎপাদকগুলো হলো
1,2,4,7, 14, 28
এর
proper factor গুলো হলো
1,2,4,7,14
28=
1 + 2 +4+ 7+ 14
1-
10 এর ভিতর
perfect number হলো 6
10-100
এর ভিতর
perfect number হলো 28
100
- 1000 এর ভিতর
perfcet number 496
1000-10000
এর ভিতর
perfect number 8128
Perfect number বের করার পদ্ধতি দিয়েছিলেন ইউক্লিড। ইউক্লিড এর তত্ত্বনুসারে
যদি
(2ˣ -1)মৌলিক সংখ্যা হয় তবে
2^(x-1)×(
2ˣ -1) হলো
Perfect number.
এই পদ্ধতি বলার আগে,
Mersenne prime সম্পর্কে জানব।
2ˣ
-1 আকার বিশিষ্ট মৌলিক সংখ্যাকে
Mersenne prime number বলা হয়।
অর্থাৎ
2 এর ঘাত এর মান থেকে
1 কম কোন সংখ্যা যদি মৌলিক সংখ্যা হয় তবে সংখ্যাটিকে
Mersenne
prime বলা হয়।
x=2
হলে 2^2 -1 =3
হলো
mersenne prime
x=3 হলে
2^3 - 1=7 হলো mersenne prime
x=
5 হলে
2 ^ 5 - 1 =31 হলো mersenne prime.
x
এর মৌলিক সংখ্যার জন্যা
2ˣ -1 মৌলিক সংখ্যা হলে সংখ্যাটিকে
Mersenne prime বলে।
Mersenne
prime নিয়ে ধারনা দিয়েছিলেন
French
গণিতবিদ
Marin Marsenne.তার নামনুসারে বিশেষ ধরনের মৌলিক সংখ্যাকে Mersenne prime বলে।
(
মজার বিষয় হলো
- তিনি ছিলেন
Musician, Monk ( সন্ন্যাসী),Favourite
cartoon ( Mighty mouse), Favourite movie (Mad max) এবং তার আবিষ্কার
Mersenne prime.
সবকিছু
M ময়.)
এখন পর্যন্ত
50 টি
perfect number আবিষ্কার হয়েছে এবং সবগুলো জোড় সংখ্যা
বিজোড়
perfect number পাওয়া যায় নাই।
6
বাদে বাকি
perfect number গুলোর ভিতর একটা
pattern দেখা যায়।
28=
1³ + 3³
496
= 1³+3³+5³+7³
8128=
1³+3³+5³+7³+9³+11³+13³+15³
নিচে কিছু
Perfect number দেওয়া হলো
6,
28 , 496, 8128, 33550336, 8589869056,137438691328....
nice
ReplyDeleteKeep it up😁
ReplyDeletePost a Comment